আমুদরিয়া নিউজ: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা । রাজ্যের মন্ত্রীকে হেফাজতে চেয়ে ইডি যে আবেদন করেছিল, তা খারিজ করে দিলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক শুভেন্দু সাহা। চন্দ্রনাথের জামিন আপাতত বহাল থাকছে। তবে আরও দু’দিন মন্ত্রীকে ইডি দফতরে হাজিরা দিতে হবে। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের নামে চার্জশিট জমা দিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর তিনিই প্রথম মন্ত্রী, যাঁর বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে। কেন্দ্রীয় সংস্থা তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। এদিন সেই আবেদন খারিজ করে দিয়ে বিচারক জানিয়েছেন, তিনি মনে করেন না মন্ত্রীকে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
