আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। দু’জনের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা করে মোট ৮০ লক্ষ টাকা। পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে ছত্তিশগড়ের অবুঝমাঢ় এলাকায় মাওবাদী শীর্ষনেতাদের গতিবিধি সম্পর্কে তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছিল। কয়েক ঘণ্টা সংঘর্ষের পরে ঘটনাস্থল থেকে দুই মাওবাদী নেতার দেহ উদ্ধার করা হয়। সফল এই অভিযানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘এই ঘটনা নিরাপত্তাবাহিনীর জন্য বড় জয়।’’ নিরাপত্তাবাহিনীর প্রশংসা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও।