আমুদরিয়া নিউজ: জুবিন গর্গের মৃত্যুতে সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। তার ভিত্তিতেই এবার গুয়াহাটিতে দায়ের হল এফআইআর। জানা গিয়েছে, চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বিরুদ্ধে গুয়াহাটির মরিগাঁও থানায় এফআইআর দায়ের করেছেন রাতুল বোরা নামে জনৈক আইনজীবী। তাঁর দাবি, গায়কের মৃত্যুর ঘটনায় মহন্তর যোগ রয়েছে। বোরার অভিযোগ, অনুষ্ঠানের যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও শ্যামকানু মহন্ত ইচ্ছে করে জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছেন। ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধেও উঠেছে গাফিলতির অভিযোগ।