আমুদরিয়া নিউজ: বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ থেকে কোনও পদকই জিততে পারলেন না নীরজ চোপড়া। তিনি হতাশাজনক পারফরম্যান্স করে অষ্টম স্থানে থেকে বিদায় নিলেন। তবে চতুর্থ স্থানে থেকে সকলকে চমকে দিয়েছেন ভারতের সচিন যাদব। বৃহস্পতিবার নীরজ নিজের পারফরম্যান্সের ধারেকাছেও আসতে পারেননি। দুটি ফাউল করার পাশাপাশি তিনি এদিন ছুড়েছেন যথাক্রমে ৮৩.৬৫ মিটার, ৮৪.০৩ মিটার ও ৮২.৮৬ মিটার। উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়নশিপে গত সাত বছরে এই প্রথমবার খালি হাতে ফিরছেন নীরজ। পাকিস্তানের আরশাদ নাদিম এদিন ১০ম স্থানে শেষ করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর কেশরন ওয়ালকট ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে স্বর্ণপদক জিতেছেন। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুড়লেন ৮৭.৩৮ মিটার। ৮৬.৬৭ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতলেন আমেরিকার কার্টিস থম্পসন।