আমুদরিয়া নিউজ: মেঘভাঙা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের দেরাদুন। সোমবার গভীর রাতে দেরাদুনের সহস্রধারা এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টিপাতের ফলে তামসা নদীর জলস্তর প্রবল বেড়ে গিয়েছে। এর ফলে নদীর তীরের বেশ কয়েকটি এলাকায় জল ঢুকে বাড়িঘর, গাড়ি, দোকানপাট সব ভেসে গিয়েছে। টানা বৃষ্টির জেরে একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। দেরাদুনের মোহানি রোড, পূরণ বস্তি, বলবীর রোড, ভগৎ সিং কলোনি, সঞ্জয় কলোনি জলমগ্ন। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে। অতিবৃষ্টির কারণে মঙ্গলবার দেরাদুনের ক্লাস ১ থেকে ১২ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি সমাজ মাধ্যমে জানিয়েছেন, তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
