আমুদরিয়া নিউজ: টিম ইন্ডিয়ার এশিয়া কাপ স্কোয়াডে জায়গা না হলেও অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের অধিনায়ক ঘোষণা করা হল শ্রেয়স আইয়ারকে। ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। ১৬ সেপ্টেম্বর থেকে রয়েছে ভারত এ এবং অস্ট্রেলিয়া এ দলের মধ্যে প্রথম বেসরকারি চার দিনের ম্যাচ। দ্বিতীয়টি শুরু ২৬ সেপ্টেম্বর থেকে। দু’টি ম্যাচই হবে লখনউয়ে। এর পর তিনটি এক দিনের ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর, ৩ এবং ৫ অক্টোবর। সবক’টি ম্যাচই হবে কানপুরে। শনিবার ভারতীয় বোর্ড যে দল ঘোষণা করেছে সেখানে অধিনায়ক করা হয়েছে শ্রেয়সকে।
ভারত ‘এ’ দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, নারায়ণ জগদীশন, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুতার এবং যশ ঠাকুর।