আমুদরিয়া নিউজ: জৈনদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন দিল্লির লালকেল্লা চত্বর থেকে চুরি হয়ে গেল কোটি টাকার সোনার সামগ্রি। জানা গিয়েছে দিল্লির লালকেল্লায় চলছে জৈনদের ধর্মীয় অনুষ্ঠান ‘দশলক্ষণ মহাপ্রভ’। আগামী ১০ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন লালকেল্লার ভিতর থেকে চুরি হয়েছে দেড় কোটি টাকা দামের দুটি সোনার জিনিস। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি বড় সোনার কলসি এবং ৭৬০ গ্রাম ওজনের একটি সোনার নারকেল। এছাড়াও ১১৫ গ্রাম ওজনের আরও একটি সোনার কলসিও চুরি হয়েছে। এই সোনার জিনিসগুলির গায়ে বহুমূল্যের রত্ন বসানো ছিল বলেও জানা গিয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, অনুষ্ঠানের আয়োজকেরা যখন অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিলেন, সেই সময়েই এই ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে প্রবেশ করতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। চোরের খোঁজ চালাচ্ছে পুলিশ।