আমুদরিয়া নিউজ: ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক। বুধবার সকালে রাজধানীর ৫০টির বেশি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে খবর। তবে কোন কোন স্কুলে এই হুমকি-বার্তা গিয়েছে, তা পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি। হুমকি ইমেল নজরে আসার সঙ্গে সঙ্গেই স্কুলগুলি খালি করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে খবর, কোনও স্কুলে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। দিন দুয়েক আগে দিল্লির ৩২টি স্কুলে একসঙ্গে হুমকি ইমেল পাঠানো হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এ বার ৫০টির বেশি স্কুল বোমা হামলার হুমকি পেল। কোন আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
