আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিচারে জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। জুলাই মাসে অসামান্য ফর্মে ছিলেন গিল। তিন টেস্টে ৫৬৭ রান করেন। গড় ৯৪.৫০। তারমধ্যে রয়েছে একটি দ্বিশতরান এবং দুটো শতরান। গিল ছাড়াও আইসিসি’র ম্যাচের সেরার পুরস্কারের দৌড়ে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার মুলডার। স্টোকস জুলাইয়ে টেস্টে করেছেন ২৫১ রান। গড় ৫০.২০। নিয়েছেন ১২ উইকেট। অন্যদিকে, জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মুলডার করেন ৫৩১ রান। সঙ্গে ৭ উইকেটও পান। কিন্তু এদের দুজনকে টপকে গিলকেই সেরা বেছেছে আইসিসির প্যানেল। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শুভমন বলেছেন, ‘‘দারুণ অনুভূতি। অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট সিরিজ় খেললাম। তাই এই পুরস্কারটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে দ্বিশতরানের ইনিংসটা সারাজীবন মনে থাকবে।’’