আমুদরিয়া নিউজ: মায়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা করল জুন্টা সরকার। সেদেশের জেনারেল মিন আং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকার বৃহস্পতিবার জরুরি অবস্থা প্রত্যাহার করে গণতান্ত্রিক কার্যকলাপের উপর বিধিনিষেধ তোলার কথা ঘোষণা করেছে। প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতন্ত্রিক আন্দোলনের নেত্রী আউং সান সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মায়ানমার সেনা। শুরু হয়েছিল সামরিক জুন্টার শাসন। সেনাপ্রধান জেনারেল হ্লাইং সামরিক কর্ণধার হন। ইতিমধ্যে তাঁর সেনাপ্রধান থাকার মেয়াদ ফুরিয়ে গেলে তিনি তা বাড়িয়ে নিয়েছেন। বরখাস্ত নেত্রী সু চি’কে গ্রেফতার করে সেনা সরকার। এদিকে গত নভেম্বর থেকে সে দেশের তিন বিদ্রোহী গোষ্ঠী সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। যার পরিণামে সে দেশের বড় অংশই জুন্টার হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে কোণঠাসা হ্লাইং শেষ পর্যন্ত ভোটের ঘোষণা করলেও শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
