আমুদরিয়া নিউজ: আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার সংক্রান্ত মামলা ছাড়লেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় শুক্রবার অভিযুক্ত দুই পুলিশ অফিসারের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানিতে বিচারপতি ঘোষের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান কল্যাণ। শুনানিতে মামালাকারীর পক্ষের আইনজীবী কল্যাণ শুক্রবারই তাঁর মক্কেলদের অন্তর্বর্তী জামিন চেয়ে সওয়াল করেন। কিন্তু আদালত তা দিতে অস্বীকার করে। বিচারপতি ঘোষ জানান, আগামী সোমবার থেকে যেহেতু তিনি ১৫ দিন সার্কিট বেঞ্চে থাকবেন, তাই পরের অংশ ১৫ দিন পরে শুনবেন। এই মামলা আজই শেষ করে রায় দেওয়া সম্ভব নয় বলেও জানান বিচারপতি।তার পরেই কল্যাণ মন্তব্য করেন, ‘‘আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। এটাই দুর্ভাগ্য।’’ কল্যাণের এই মন্তব্যে চরম বিরক্তিপ্রকাশ করেন বিচারপতি ঘোষ। কল্যাণকে কার্যত পাল্টা ধমক দিয়ে বিচারপতির মন্তব্য, ‘‘অনেক ক্ষণ ধরে আদালত সম্পর্কে নানা মন্তব্য করছেন, যা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনার লেকচার আদালত শুনবে না। আমি এই মামলা ছেড়ে দিচ্ছি। অন্য কোনও বেঞ্চে যান।’’
