আমুদরিয়া নিউজ: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। এবার সেই পরীক্ষার দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষা হবে ৭ সেপ্টেম্বর এবং একাদশ-দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে ১৪ সেপ্টেম্বর। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ওই দু দিনই দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। ১ ঘণ্টা ৩০ মিনিট ধরে পরীক্ষা চলবে। দৃষ্টিশক্তিহীন প্রার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার বাকি নিয়ম পরে জানানো হবে বলে জানিয়েছে কমিশন। জানা গিয়েছে, অক্টোবরের চতুর্থ সপ্তাহে ফল প্রকাশ করতে পারে কমিশন। পাশাপাশি, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হতে পারে বলেও খবর। গত এপ্রিলে সুপ্রিম কোর্ট রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করেছিল। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ মে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। সেই অনুযায়ী, ১৬ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা প্রথমে ১৪ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ২১ জুলাই করা হয়।
