আমুদরিয়া নিউজ: এবার থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনীতিক এবং সরকারি আধিকারিকরা কোনও রকম ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ করতে পারবেন। বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরী এবং পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নকভির মধ্যে বৈঠকে এই ভিসাবিহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই দেশে যাঁদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে, তাঁদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে দুই দেশ যৌথ ভাবে সম্মত হয়েছে। তবে ঠিক কবে থেকে এই ভিসাবিহীন চলাচল শুরু হবে, তার উল্লেখ করা হয়নি। তবে এই চুক্তির মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করল পাকিস্তান এবং বাংলাদেশ এমনটাই মনে করা হচ্ছে।
