আমুদরিয়া নিউজ: সেপ্টেম্বরেই পাকিস্তান সফরে আসবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দাবি করেছিল পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম। কিন্তু পাক-মিডিয়ার এই দাবি উড়িয়ে দিল হোয়াইট হাউস। বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানে আসার কোনও পরিকল্পনা নেই আমেরিকার প্রেসিডেন্টের। বৃহস্পতিবারই পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম দাবি করে সেপ্টেম্বর মাসেই ইসলামাবাদ আসতে পারেন ট্রাম্প। শুধু সফরের ঘোষণাই নয়, সফরসূচিও প্রকাশ করে ফেলে কোনও কোনও মিডিয়া। এই খবর সম্প্রচারিত হতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় হোয়াইট হাউস। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের ওই সময়ে পাকিস্তান সফরের কোনও সম্ভাবনা নেই। পাকিস্তান সফরের কোনও সূচি নির্ধারিত হয়নি বলেও জানানো হয়। এরপরেই ক্ষমা চেয়ে পাক সংবাদ মাধ্যম জানায়, বিদেশমন্ত্রকের থেকে নিশ্চিত না করেই খবরটি প্রকাশ করা হয়েছিল। পরে পাক চ্যানেলগুলি ওই বিশেষ খবরটি প্রত্যাহারও করে নেয়।
