আমুদরিয়া নিউজ: বাংলাদেশে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙার অভিযোগ উঠেছিল ইউনুস সরকারের বিরুদ্ধে। সেই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সরকারের তরফে দাবি করা হল, যে বাড়ি ভাঙা হয়েছে, সেখানে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ভিটে ছিল না। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ওই বাড়িটি বর্তমানে সরকারের মালিকানাধীন। বাড়িটির ইতিহাসও তুলে ধরা হয়েছে সেখানে। বলা হয়েছে বর্তমানে যে বাড়িটি ভাঙার কাজ চলছে সেই বাড়িটি স্থানীয় জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী তৈরি করেছিলেন। জমিদারি প্রথা অবলুপ্ত হওয়ার পর বাড়িটি সরকারের হাতে আসে। পরে বাংলাদেশ সরকার বাড়িটি সে দেশের ‘শিশু অ্যাকাডেমি’-কে ব্যবহার করার অনুমতি দেয়। বিষয়টি নিয়ে বিভ্রান্তিমূলক খবর না-ছড়ানোর আর্জি জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফে।
