আমুদরিয়া নিউজ: কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার ফাঁসি শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছে ইয়েমেনে। যার ফলে সাময়িক স্বস্তি পেয়েছে ভারতীয় নার্সের পরিবার। ১৬ জুলাই তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ জুলাই জানা যায় আপাতত কার্যকর হচ্ছে না নার্সের মৃত্যুদণ্ড। যদিও এই সিদ্ধান্তে খুশি নন নিমিশার হাতে খুন হওয়া ইয়েমেনি নাগরিক তালাল আবদো মাহদির ভাই আবদেলফাত্তাহ মাহদি। তিনি বলেছেন, ‘নিমিশার অপরাধের কোনও ক্ষমা হতে পারে না। মৃত্যুদণ্ডই হওয়া উচিত।’ শুধু তাই নয় ভারতীয় সংবাদমাধ্যমকে নিশানা করে তিনি বলেন, ‘দোষী সাব্যস্ত ব্যক্তিকেই নির্যাতিত হিসাবে তুলে ধরার বিকৃত চেষ্টা করছে।’ কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০০৮ সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন। ২০১৪ সালে তাঁর স্বামী ও কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা সেখানে থেকে যান। এক ব্যক্তিকে হত্যার অপরাধে ২০১৭ সাল থেকে ইয়েমেনের জেলে বন্দি রয়েছেন তিনি। ২০১৮ সালে এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত।
