আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টে দেওয়া হোক যোগ্যদের তালিকা, বাকিদের পরীক্ষা নেওয়া হোক। এই দাবির কথা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। সে কারণেই সোমবার নবান্ন অভিযানের ডাক দেন তাঁরা। কিন্তু মাঝপথে বাধা দেওয়া হয় তাঁদের। পরবর্তীতে ২০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব, ছিলেন কমিশনার-সহ অন্য়ান্য আধিকারিকরা। তিন ঘণ্টার বৈঠকের পরও কোনও সমাধানসূত্র মিলল না। নবান্ন থেকে বেরিয়ে চাকরিহারারা জানালেন, তাঁদের একটাই দাবি, যোগ্য-অযোগ্যদের তালিকা আজই (সোমবার) প্রকাশ করতে হবে। রাত ১২টা অবধি সময় বেঁধে দিলেন আন্দোলনরত চাকরিহারারা। ততক্ষণ পর্যন্ত রাস্তাতেই থাকবেন তাঁরা। তালিকা প্রকাশ্যে না এলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।
