আমুদরিয়া নিউজ: কসবা আইন কলেজের পর এবার কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) জোকার বয়েজ হস্টেলেই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃত আইআইএম জোকার ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। নির্যাতিতা আইআইএম জোকারই পড়ুয়া। অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে বয়েজ় হস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হয়। সেগুলি খাওয়ার পরেই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েজ় হস্টেলে পড়ে রয়েছেন। নির্যাতিতার অভিযোগ, বেহুঁশ করে ধর্ষণ করা হয়েছে তাঁকে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করেছে।
