আমুদরিয়া নিউজ: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন দপ্তরে। মঙ্গলবার ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান বিমান পরিবহণ বিশেষজ্ঞদের সহযোগিতায় তদন্তের রিপোর্টটি তৈরি করা হয়েছে। রিপোর্টে ঠিক কী আছে, এখনও পর্যন্ত তা খোলসা হয়নি। তবে দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি সপ্তাহের শেষ দিকেই বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের ওই প্রাথমিক রিপোর্টটি প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ড পরই সেটি ভেঙে পড়ে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, একজন বাদে সকলেরই মৃত্যু হয়। নিহতদের মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন।
