আমুদরিয়া নিউজ: দুই ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েও শাস্তি পেলেন ঋষভ পন্থ। টেস্টের তৃতীয় দিন আম্পায়ারের আচরণে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ঋষভকে। তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার খানিক পর থেকেই ভারতীয় বোলাররা অভিযোগ করছিলেন, বলের আকৃতি খারাপ হয়ে যাচ্ছে। ম্যাচের ৬০ তম ওভারে বল বদলের জন্য আম্পায়ারকে অনুরোধ করেন পন্থ। কিন্তু আম্পায়ার বল পরীক্ষা করে জানান, কোনও সমস্যা নেই। ফলে বদলের প্রশ্নই ওঠে না। আম্পায়ারের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি পন্থের। মেজাজ হারিয়ে আম্পায়ারদের সামনেই বল ছুড়ে মারেন। তাঁর কাণ্ড দেখে অবাক হয়ে যান আম্পায়ার পল রাইফেল নিজেও। তবে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির মুখে পড়তে হয়নি। তবে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন পন্থ। আগামী দিনে আরও ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিতও করা হতে পারে তাঁকে।