আমুদরিয়া নিউজ: সন্ত্রাসবাদ যদি পাগলা কুকুর হয় তবে পাকিস্তান তার লালন পালন করছে। এই ভাষাতেই টোকিওতে তোপ দাগলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দরবারে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের মুখোশ খুলে দিতে নানা দেশে গিয়েছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলটি রয়েছে টোকিওতে। এই দলেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে টোকিওতে প্রবাসী ভারতীয়দের সভায় অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখেন অভিষেক। বলেন, ‘ভারত কখনও মাথানত করবে না। আমরা এখানে এই বার্তাই দিতে এসেছি। আমরা ভীত নই। আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা। পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বে সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে। না হলে ওই লালন পালনকারী আরও পাগলা কুকুরের জন্ম দেবে। ভারত দায়বদ্ধ পাকিস্তানকে শিক্ষা দিতে।’
