আমুদরিয়া নিউজ: তরুণীকে অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগে গায়ক মইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ডেমরা থানার পুলিশ। তরুণীকে টানা সাত মাস নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের আঙুল তাঁর দিকে। জানা যাচ্ছে, ওই মহিলাকে বেশ কয়েক মাস আগে বিয়ের প্রস্তাব দেন গায়ক। শুধু তাই নয় তাঁকে দেখা করার জন্যও ডেকেও পাঠান। অভিযোগ, এরপর থেকেই নাকি নিজের বাড়িতে তাঁকে আটকে রেখে নির্যাতন চালিয়ে গিয়েছিলেন নোবেল। শুধু তাই নয় সেই সমস্ত ছবি ও ভিডিও ফোনবন্দি করে লাগাতার ভয় দেখিয়েও গিয়েছেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ। সোমবার বাংলাদেশের এমার্জেন্সি হেল্প নম্বরে ফোন পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। পরে ওই তরুণী রাতেই থানায় মামলা দায়ের করেন। ইতিমধ্যেই নোবেলকে গ্রেপ্তার করছে বাংলাদেশের ডেমরা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, ভারতের এক গানের রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করে জনপ্রিয়তা পেয়েছিলেন নোবেল। তবে এরপর নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি।
