আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম বাঁধল সল্টলেকে। টানা অবস্থানের পর সাত দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করেন চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে দেখা গেল উত্তপ্ত পরিস্থিতি। মেন গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লেন চাকরিহারাদের একাংশ। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়লেন তাঁরা। প্রথমে বিকাশ ভবনের গেটে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকানো হয়। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। তারপরই গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, যোগ্যদের চাকরি ফেরাতে হবে। কোনও পরীক্ষা নয়, সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ঘটনাস্থলে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। কিন্তু আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে তাঁকে ফিরে যেতে হয়।
