আমুদরিয়া নিউজ: বুধবারই পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। খবর পেয়েই জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রজনী। প্রসঙ্গত, সীমান্তের ওপারে ভুলবশত চলে গিয়েছিলেন পূর্ণম সাউ। এরপর থেকেই উৎকন্ঠায় দিন কাটিয়েছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী, বৃদ্ধ বাবা-মা সন্তান। ফোনে এর আগেও কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও ফোন করে পূর্ণমের স্ত্রী রজনীকে ভরসা জুগিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার পাক রেঞ্জার্সের হাতে আটক রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। সকালে অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে পঠানকোটে ফিরেছেন ফিরোজ়পুরে ২৪ নম্বর ব্যাটেলিয়নের ওই কনস্টেবল।
