আমুদরিয়া নিউজ: আকাশযুদ্ধে অসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। ড্রোন হামলার সময়ও করাচি ও লাহোরের মাঝে আকাশপথ খোলা রেখেছিল ইসলামাবাদ। যেখানে চলাচল করেছে আন্তর্জাতিক বিমানও। ছবি দেখিয়ে প্রমাণ দিল ভারতীয় সেনা। শুক্রবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ সাংবাদিক বৈঠক করে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী, কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং।
সেই সাংবাদিক বৈঠকেই পাকিস্তানের বিরুদ্ধে আকাশসীমা বন্ধ না করার অভিযোগ তোলা হয়েছে। সাংবাদিক সম্মেলনে সেনার তরফে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় ভারত তাদের আকাশসীমা অসামরিক বিমানের জন্য বন্ধ করলেও পাকিস্তান সেই পথে হাঁটেনি।এইভাবেই আড়ালে থেকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান বার বার ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে। ছক ছিল, সীমান্তবর্তী সেনা ক্যাম্প উড়িয়ে দেওয়ার। কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছে।