আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীরের পরিস্হিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ৭, লোককল্যাণ মার্গে বৈঠকটি হয়। প্রায় ৩০ মিনিট ধরে কথা হয় দু’জনের। পহেলগাঁও হামলার পরে ওমর আবদুল্লার সঙ্গে মোদির এটি প্রথম বৈঠক। বৈঠকে দু’জনের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানানো হয়নি। তবে সরকারি সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।এছাড়াও গত কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করছে পাকিস্তান। কোন উপায়ে প্রত্যাঘাত করা হবে, সেই নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে বলে খবর।