আমুদরিয়া নিউজ: পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা বহাল তবিয়তে এখনও দক্ষিণ কাশ্মীরেই লুকিয়ে রয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্তে এমনই তথ্য উঠে এসেছে।এনআইএ সূত্রের দাবি, হামলাকারী ওই জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলঘেরা এলাকায় লুকিয়ে। শুধু হামলাকারীরা নয়, আরও বহু জঙ্গি ওই এলাকায় লুকিয়ে। তবে মূল হামলাকারীদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে তারা। মূলত হামলাকারীদের কভার ফায়ার দেওয়ার জন্য এলাকায় অন্য জঙ্গিরা লুকিয়ে। এনআইএ সূত্রে খবর, হামলার পর জঙ্গিরা পার্কের বাঁ দিকের বেড়া টপকে জঙ্গলের দিকে পালিয়ে যায়।
হামলার সময় জঙ্গিরা উচ্চ নিরাপত্তার যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিজেদের মধ্যে কথোপকথন চালাচ্ছিল। যে যোগাযোগ ব্যবস্থায় কোনও সিম কার্ড লাগে না। কী কথোপকথন হচ্ছে তা-ও চিহ্নিত করা যায় না।সূত্রের আরও দাবি, এই হামলাকারীরা অত্যন্ত স্বাবলম্বী। খাদ্য সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের সঙ্গেই তারা বহন করে আসছে। যার ফলে তারা বাইরের গ্রামগুলোতে খাবার সংগ্রহের জন্যও আসছে না। যাতে জঙ্গলে লুকিয়ে থেকেই কাজ করে চলেছে এই জঙ্গিদল। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করাটাই প্রথম লক্ষ্য কেন্দ্রীয় তদন্তকারীদের।