আমুদরিয়া নিউজ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের নির্যাতন ও হত্যার ঘটনায় আমস্টারডাম শহরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার উদ্যোগ নিচ্ছেন মেয়র ফেমকে হালসেমা। আগামী ২৪ এপ্রিল, ইহুদি গণহত্যা স্মরণ দিবস (ইয়োম হাশোয়া) উপলক্ষে তিনি এই আনুষ্ঠানিক ক্ষমা চাইবেন। একটি গবেষণায় জানা গেছে, যুদ্ধের সময় আমস্টারডামের প্রশাসন, পুলিশ ও পরিবহন কর্তৃপক্ষ নাৎসি বাহিনীকে সহায়তা করেছিল। তারা নাৎসিদের পপুলেশন রেজিস্টার থেকে আমস্টারডামের ইহুদিদের ঠিকানা বের করে দিয়েছিল এবং নাৎসিদের পরিবহণ করে অর্থ উপার্জন করেছিল। তাতেই প্রায় ৬০,০০০ ইহুদিকে হত্যা করা হয়েছিল আমস্টারডাম থেকে। যুদ্ধের পর বেঁচে ফেরা ইহুদিদেরও খারাপ আচরণের শিকার হতে হয়েছিল। মেয়রের এই ক্ষমা প্রার্থনা সেই অন্ধকার অধ্যায়ের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
