আমুদরিয়া নিউজ : হোলির রঙে সেজে উঠেছে পুরো ভারত। দেশের ভিন্ন ভিন্ন শহরে হোলির নানা ছবি উঠে এসেছে। বৃন্দাবনের ব্রজ ধামের গোপীনাথ মন্দিরে ৪৫ কুইন্টাল ফুল ও আবির দিয়ে জমে উঠে হোলি উৎসব। চিরাচরিত প্রথা ভেঙে বিধবা মহিলারা এখানে হোলির আনন্দে মেতে ওঠেন। তাঁদের সঙ্গে তাল মেলান বিদেশী মহিলারাও।
