আমুদরিয়া নিউজ : কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা গিয়েছিলেন। কিন্তু পড়াশোনা শেষ করার আগেই কোনও কাজে ঢুকে পড়েন। কেউ আবার স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আমেরিকায় অপরাধ চক্রে জড়িয়ে পড়েন। আবার কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে নাম ভাঁড়িয়ে কোনও কারখানায় কাজ করছিলেন। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, এমনই অভিবাসীদের ফেরৎ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় ভারতে পাঠানো হয়েছে ১০৪ জনকে। তাঁদের মধ্যে হরিয়ানার ৩৩ জন, গুজরাতের ৩৩ জন, পাঞ্জাবের ৩০ জন, মহারাষ্ট্রের ৩ জন, উত্তরপ্রদেশের ৩ জন এবং চণ্ডীগড়ের ২ জন বাসিন্দা রয়েছেন। সেখানে মহিলা ১৯ জন এবং নাবালক ১৩ জন। আমেরিকার দাবি, সকলেই বেআইনিভাবে আমেরিকায় বসবাস করছিলেন। অনেকেরই ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ভোটে দাঁড়ানোর পরে প্রচারে ঘোষণা করেছিলেন, তিনি ফের ক্ষমতাসীন হলে আমেরিকা থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের দেশে পাঠাবেন। সেই মতো বেশ কয়েকটি দেশে আমেরিকা সেনা বিমানে ফেরত পাঠিয়েছে। ভারতেও প্রথম দফায় ১০৪ জন এসেছেন। কিন্তু, যে ১০৪ জন ফেরত এসেছেন, তাঁরা আমেরিকায় থাকবেন, কাজ করবেন ভেবে প্রচুর টাকা দালালদের দিয়েছিলেন বলে জানা গিয়েছে।