আমুদরিয়া নিউজ: গত কয়েক বছর ধরে বার বার অভিযোগ উঠেছে অনুপ্রবেশকারীদের জন্য আমেরিকায় সন্ত্রাসী কার্যকলাপ বাড়ছে। তাই ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমেরিকাকে অনুপ্রবেশকারী মুক্ত করা। সংবাদ সূত্রে খবর, এক অনুষ্ঠানে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকায় ধৃত অনুপ্রবেশকারীদের বেশির ভাগই কুখ্যাত অপরাধী। তাই তাদের জায়গা হবে গুয়ান্তানামো বে জেলে।
এই গুয়ান্তানামো বে জেল, যে কোনও অপরাধীর জন্য নরক। আমেরিকায় ৯/১১ হামলার পর দক্ষিণ কিউবায় কারাগারটি স্থাপন করা হয়। বুশ প্রশাসনের নির্দেশে সেই হামলার ধৃতদের উপর জিজ্ঞাসাবাদের নামে নির্বিচারে নির্যাতন চালানো হত বলে নানা অভিযোগ রয়েছে। সন্ত্রাসদমনের নামে মানবাধিকার লঙ্ঘনের সমার্থক এই জেল। ফলে, ট্রাম্প যে মানবাধিকারের তোয়াক্কা করেন না তা ফের একবার প্রমাণ হয়ে গেল এই নির্দেশে।