আমুদরিয়া নিউজ: ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার ‘অপরাধে’ ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে, অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে। এমনকী নির্যাতন করছে নিজের দেশের জনগণের উপরেও। আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হল, ইরানের আর্থিক শক্তি কমানো।” সেই কারণেই দেশটির বাণিজ্যে আঘাত হানতে চাইছে ট্রাম্প প্রশাসন। একই কারণে ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনায় বিশ্বজুড়ে মোট ২০টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এর মধ্যে ভারতের ছয়টি কোম্পানিও রয়েছে। যে ভারতীয় সংস্থাগুলি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ছে, সেগুলি হল ‘জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড’, ‘রামনিকলাল গোসালিয়া অ্যান্ড কোম্পানি’, ‘পারসিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড’, ‘কাঞ্চন পলিমার্স’, ‘অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড’ এবং ‘গ্লোবাল ইন্ড্রাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড’। এখনও পর্যন্ত সংস্থাগুলির তরফে কেউ এই বিষয়ে মুখ খোলেননি।
