আমুদরিয়া নিউজ : ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কম্পনে পুরনো ঢাকার বংশালে একটি ভবনের সানশেড ভেঙে ৬ জনের মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার বহু এলাকায় ভবনে ফাটল, ধ্বস ও হেলে পড়ার ঘটনা ঘটে। উত্তরা, খিলগাঁও, সূত্রাপুর, কলাবাগানসহ বিভিন্ন জায়গায় ক্ষতির খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র আতঙ্কে লাফ দিয়ে আহত হন। দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় অস্থায়ী ব্যাঘাত ঘটে। কলকাতাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে, মাত্রা ৫.৫ হলেও আতঙ্ক ছিল তীব্র।