আমুদরিয়া ডেস্কঃ এবার বিশ্বভারতীর এক গায়িকাকে সিবিআইয়ের নাম করে ভয় দেখিয়ে প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে।
শান্তিনিকেতনে থাকেন সংগীত শিল্পীর সুনিধি নায়েক। সম্প্রতি তাঁর কাছে ফোন আসে হায়দরাবাদের সিবিআইয়ের নাম করে। তাঁকে বলা হয়, আপনার বিরুদ্ধে আর্তিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সে জন্য টাকা না দিলে আপনাদের মেরে ফেলা হতে পারে। তাঁর বাবাকেও মেরে ফেলা হবে বলে ভয় দেখানো হয়। তিনি দাবি করেন, ভয় পেয়ে তিনি টাকা ট্রান্সফার করে দেন। তার পরে বন্ধুদের পরামর্শে পুলিশকে জানান। পুলিশের সাইবার অপরাধ বিভাগ তদন্তে নেমেছে।