আমুদরিয়া নিউজ ব্যুরো : চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের পথে নেমে বেনজির প্রতিবাদ। শেষরাতে ফের বেনজির জনজোয়ার। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। কোথাও হুইলচেয়ারে, কোথাও ওয়াকার নিয়েই মিছিলে সামিল প্রবীণরাও। এই আগুন নিভবে না। আলোর সন্ধানে রাত জাগল কলকাতা। নির্যাতিতার পরিবারের সঙ্গে মধ্যরাতের অঙ্গীকার। লড়াই চলবে, বললেন জুনিয়র ডাক্তাররাও। শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মশাল তুলে দেওয়া হল নির্যাতিতার পরিবারের হাতে।
সকলের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে চোখের জল ঝরালেন নির্যাতিতার মা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনক জানালেন কুর্নিশ। এর পাশাপাশি আর্তি জানালেন, তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত সবাই যেন তাঁদের পাশে থাকেন।