আমুদরিয়া নিউজ: ভারতের তিন শহর থেকে ৪ আল কায়দা সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’-এর হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এটিএস জানিয়েছে, ধৃত চার জনই ভারতীয়। এঁদের নাম মহম্মদ ফারুক, মহম্মদ ফারদিন, সইফুল্লা কুরেশি এবং জিশান আলি। প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। এঁদের এক জনকে দিল্লি এবং আর এক জনকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য দু’জনকে গুজরাতেরই অহমদাবাদ এবং মোডাসা থেকে ধরা হয়েছে। বেশ কিছু মাস ধরে ওই চার যুবক ভারতে নাশকতার ছক কষছিল। এমনকী তাদের সঙ্গে পাকিস্তানের যোগ মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। এটিএস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা এমন একটি অটো-ডিলিট অ্যাপ ব্যবহার করত, যা তাদের যাবতীয় চ্যাট বা যোগাযোগের প্রমাণ স্বয়ংক্রিয়ভাবেই ডিলিট করে দিত। এভাবেই তারা নজরদারি এড়ানোর চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।
