আমুদরিয়া নিউজ : বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুটিতেই আগুন ধরে গেলে অন্তত ৩৮ যাত্রীর মৃত্যু হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় কিলিমানজারো এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। একটি গাড়ির টায়ার ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অন্যটির সঙ্গে ধাক্কা লাগে। তখনই দুটি বাসে ভয়াবহ আগুন ধরে যায়। দুর্ঘটনায় জখমের সংখ্যা ২৮ জন।