আমুদরিয়া নিউজ: জঙ্গি দমনে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে একাধিক বোমা ফেলল পাক বায়ুসেনা। এই হামলায় শিশু, মহিলা সহ মৃত্যু হলো ৩০ জনের। সংবাদ সংস্থা জানিয়েছে রবিবার রাত ২টো নাগাদ পাকিস্তানি যুদ্ধবিমান বোমা ফেলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরহা উপত্যকার মাত্রে দারা গ্রামে। মুহূর্তে ধ্বংস্তূপে পরিণত হয় গোটা এলাকা। ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ জঙ্গিদের খতম করার উদ্দেশে বোমা ফেলা হয়েছিল, যদিও শিশু ও মহিলা-সহ ৩০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি। আহত হয়েছেন অনেকে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরা উপত্যকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নামক জঙ্গিগোষ্ঠী দীর্ঘ দিন ধরে সক্রিয়। স্থানীয় পুলিশ এবং পাকিস্তানের সেনাবাহিনী তাদের মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
