আমুদরিয়া নিউজ: সংঘর্ষ বিরতি ভেঙে শুক্রবার ফের আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান। এয়ারস্ট্রাইকে ৩ ক্রিকেটার সহ কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ় থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সিরিজ়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা না-খেলার সিদ্ধান্ত নিয়েছে। আফগান ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে পাকতিকা প্রদেশের উরগুন জেলায় ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানি গোলায় নিহত হন ওই তিন তরুণ ক্রিকেটার। তিন ক্রিকেটারের নাম এবং ছবি প্রকাশ করেছে বোর্ড। নিহতেরা হলেন কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। আফগানিস্তানের টি২০ ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। লিখেছেন, ‘‘এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবচেয়ে আগে।’’
