আমুদরিয়া নিউজ : নাইজেরিয়াতে জঙ্গিদের দৌরাত্ম্য চলছেই। গত সোমবার নাইজেরিয়ার একটি ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুলে ঢুকে ২৫ জন ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে একদল সশস্ত্র জঙ্গি। সে সময় বাধার মুখে পড়লেও গুলি চালিয়ে জঙ্গিরা পুলিশকে সরতে বাধ্য করে। তার পরে স্কুলের ভাইস প্রিন্সিপালকে গুলি করে মারে। তার পরে ছাত্রীদের মোটর সাইকেলে ও গাড়িতে তুলে জঙ্গলের দিকে পালায়। এখনও ছাত্রীদের খোঁজ মেলেনি। দেশের সেনাবাহিনী, পুলিশ একযোগে তল্লাশি চালালেও কোনও সূত্র মেলেনি। কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। তবে অতীতে বোকো হারাম জঙ্গিরা ১০০ জন ছাত্রীকে অপহরণ করে প্রায় ২ বছর আটকে রেখেছিল। পরে মুক্তিপণ পেয়ে ছাড়ে। ছাড়া পাওয়ার পরে অনেক ছাত্রীকে বাচ্চা নিয়ে ফিরতে হয়। কারণ, তাদের জবরদস্তি বিয়ে করেছিল জঙ্গিরা। এই ঘটনায় উদ্বিগ্ন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টানদের রক্ষা করতে না পারে, তা হলে আমেরিকা সশস্ত্র প্রতিরোধে যেতে পারে। তবে নাইজেরিয়া সরকার জানিযেছে, এখানে ধর্মীয় বিদ্বেষের ব্যাপার নেই।