আমুদরিয়া নিউজ: একসঙ্গে আত্মসমর্পণ করলেন ২১০ জন মাওবাদী। শুক্রবার ছত্তিশগড়ের বস্তারে ডিভিশনের জগদলপুরের হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করেন তাঁরা। তাঁদের কাছ থেকে যে অস্ত্র পাওয়া গিয়েছে সেগুলি হল, ১৯টি একে-৪৭, ১৭টি এসএলআর, ২৩টি ইনসাস, একটি ইনসাস এলএমজি এবং ৩৬টি ৩০৩ রাইফেল। এছাড়াও অসংখ্য পিস্তল, লঞ্চার-সহ বিপুল সংখ্যায় অস্ত্র জমা দিয়েছে মাওবাদীরা। বুধ, বৃহস্পতি, শুক্রবার এই নিয়ে পর পর তিন দিন প্রায় ৪৫০ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
