আমুদরিয়া নিউজ: বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কপূরকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। জানা যায়, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। এক হোটেলকর্মী সহ মোট ১৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, পুলিশও সুয়ো মোটো অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার ভোরে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ।