আমুদরিয়া নিউজ: সেনাবাহিনীর গুলিতে ১০ জঙ্গির প্রাণ গেল মণিপুরে। বুধবার সে রাজ্যের চান্দেল জেলায় অভিযান চালায় অসম রাইফেলসের সদস্যেরা। সেখানে জঙ্গিদের উপস্হিতির কথা জানতে পেরেই অভিযান চালিয়েছিল সেনা। সেই সময় সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করেছে জওয়ানরা। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রও। এখনও অভিযান চলছে বলেই সেনার তরফে জানানো হয়েছে। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে গত দু’বছর ধরে মণিপুর উত্তপ্ত। সেই সুযোগে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি সেখানে সক্রিয় হয়ে উঠেছে বলে পুলিশ সূত্রের খবর। নিষিদ্ধ সেই সমস্ত গোষ্ঠীর জঙ্গিদের ধরতে সম্প্রতি সক্রিয়তা বাড়িয়েছে পুলিশ এবং সেনা।
