আমুদরিয়া নিউজ: শেষকৃত্যের আগে ফের একবার ময়নাতদন্ত হবে জুবিন গর্গের। জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ গৌহাটি মেডিকেল কলেজে দ্বিতীয় ময়নাতদন্ত করবেন এমস (গৌহাটি)-র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী শর্মা জানান, ‘‘এটা জনসাধারণের দাবি নয়, বরং কিছু প্রান্তিক গোষ্ঠীর দাবি। তাঁর স্ত্রীর অনুমতি নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জুবিনকে কেন্দ্র করে কোনও বিতর্ক আমরা চাই না।’’ তিনি আরও বলেন, ‘‘ব্যক্তিগতভাবে আমি এর বিরোধী। আমি চাইনি জুবিনের দেহ আবার কাটাছেঁড়া হোক। কিন্তু গণতন্ত্রে সংখ্যালঘু অংশের দাবি থাকলেও তা মানতে হয়।’’ তিনি স্পষ্ট করেন, সিঙ্গাপুরে করা প্রথম ময়নাতদন্ত যথেষ্ট প্রযুক্তিগতভাবে সঠিক ছিল। তবুও রাজনৈতিক বিতর্কের কোনও অবকাশ না রাখতে দ্বিতীয়বার এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রবিবারই অসমে পৌঁছেছে জুবিন গর্গের দেহ। কথা ছিল, মঙ্গলবার সকাল আটটায় কামারকুচি গ্রামে হবে গায়কের শেষকৃত্য। তবে ময়নাতদন্তের জন্য শেষযাত্রার সময় পিছিয়ে সকাল ৯টা ৩০ মিনিট করা হয়েছে।