আমুদরিয়া নিউজ : মনের মত চেহারা পেতে উদ্যোগী হয়েছিলেন অস্ট্রেলিয় এক তরুণী। তবে বিফলে গেল চেষ্টা। একরকম বিপদের মুখেই পড়ে গেলেন। খরচ হল ছয় লক্ষ টাকারও বেশি। বছর ২৯ এর ওই তরুণী কৃত্রিম উপায়ে নাকের ছিদ্র বড় করতে এবং গাল ভাঙতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন। চেহারার পরিবর্তনের ইচ্ছে থাকায় কৃত্রিম উপায়ের সাহায্য নেন তিনি। তাতেই যেন তাঁর জীবনে সর্বনাশ নেমে আসে। ওই তরুণী জানান, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে তাঁর মুখে। চেহারার এই দুর্দশা দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন ওই তরুণী। যন্ত্রণা কাঁটাতে তাঁকে মানসিক চিকিৎসা নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।