আমুদরিয়া নিউজ: সদ্য প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকা। নাম্বিও নিরাপত্তা সূচক অনুসারে, বিশ্বের সব থেকে নিরাপদ দেশ হিসাবে বিবেচিত হয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা। নিরাপত্তা সূচক ৮৪.৭। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, নিরাপত্তা সূচক ৮৪.৫। তৃতীয় স্থানে রয়েছে কাতার, নিরাপত্তা সূচক ৮৪.২। এর পরেই রয়েছে তাইওয়ান এবং ওমান, নিরাপত্তা সূচক যথাক্রমে ৮২.৯ এবং ৮১.৭। এশিয়ার দেশগুলির মধ্যে জাপান রয়েছে দশম এবং চিন ১৫তম স্থানে। এ ছাড়া, শ্রীলঙ্কা ৫৯, পাকিস্তান ৬৫ এবং বাংলাদেশ ১২৬তম স্থান পেয়েছে। ভারত রয়েছে ৬৬তম স্থানে। ৮৭তম স্থানে রয়েছে ব্রিটেন, আমেরিকা ৮৯তম স্থানে। সাধারণত, অপরাধের হার, দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগ-সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আপেক্ষিক নিরাপত্তা সংক্রান্ত এই মূল্যায়ন করা হয়।
