আমুদরিয়া নিউজ: ভারত যদি সিন্ধু জল চুক্তি বাতিল করেও তাতে হস্তক্ষেপ করবে না বিশ্বব্যাঙ্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে জানালেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৃহস্পতিবারই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট। বৈঠক করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও। সিন্ধু জলচুক্তি নিয়ে বিস্তর আলোচনা হয় দুই পক্ষের। সূত্রের খবর, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তিনি আশ্বাস দিয়ে গিয়েছেন যে ভারত সিন্ধু চুক্তি বাতিল করলে তাতে হস্তক্ষেপ করবে না বিশ্বব্যাংক। অজয় বাঙ্গার কথায়, দুদেশের কেউ এই চুক্তিতে অসন্তোষ প্রকাশ করলে বিশ্বব্যাঙ্ক শুধু সেই সমস্যা সমাধানের জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ ঠিক করে দিতে পারে। নিজেরা মধ্যস্থতা করতে পারে না। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত রেখেছে ভারত। ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করায় ব্যাপক জলসঙ্কট চলছে পাকিস্তানের একাধিক জায়গায়।
