আমুদরিয়া নিউজ: মুম্বইয়ের যোগাশ্রমে গিয়ে রহস্য মৃত্যু চুঁচুড়ার এক তরুণীর। মৃতার নাম সঙ্গীতা চক্রবর্তী। হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন সঙ্গীতা। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। পাশাপাশি গানের চর্চা করতেন। পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে মুম্বইয়ের একটি যোগ আশ্রমে গিয়েছিলেন সঙ্গীতা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সেখানে একটি বাঁধের জলে স্নান করতে নেমেছিলেন তিনি। তারপরই তলিয়ে যান। সোমবার রাতে মেয়ের মৃত্যুসংবাদ পায় পরিবার। ঠিক কী ভাবে ওই তরুণীর মৃত্যু হল, তার সঠিক তদন্ত দাবি করেছে পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
