আমুদরিয়া নিউজ : গুরুগ্রামে ক্যাব ভাড়া না দিয়ে চালককে গুরুতর মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্তের নাম জ্যোতি দালাল। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা সকাল থেকে একটি ক্যাবে করে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন। দীর্ঘ সময় যাত্রার পর চালক ভাড়া চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। ভাড়া চাওয়ায় তিনি চালককে শ্লীলতাহানির মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। চালক বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত মহিলা আগেও একই ধরনের প্রতারণার ঘটনায় যুক্ত ছিলেন। পুলিশ ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।