আমুদরিয়া নিউজ : আমেরিকার লস এঞ্জেলসে দাবানল ক্রমশ নিয়ন্ত্রণে আসছে। কারণ, সেখানে যে প্রবল হাওয়া ছিল তার গতি কমছে। ফলে, নতুন করে আগুন আর ছড়াচ্ছে না। সংবাদ সংস্থার পক্ষে জানানো হয়েছে, ওই আগুনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন। তা বাড়তে পারে। অন্তত ১০ হাজার ঘরবাড়ি ছাই হয়ে গিয়েছে। এখন দমকলকর্মীরা দিনরাত কাজ করে চলেছেন।
